লিপু খন্দকারঃ কুষ্টিয়া কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া দবির মোল্লা রেলগেটের পূর্বে মৃত তালেবের জমি সংলগ্ন রেলওয়ের জায়গা থেকে যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত যুবক কুমারখালী উপজেলার ছেঁউরিয়া মোল্লাপাড়ার আঃ গাফ্ফার হোসেনের ছেলে কোহিনুর (২০)।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে লাশ পরে থাকতে দেখে কুমারখালী থানায় খবর দেয়া হয়। লাশ দেখে তারা কোহিনূরকে চিনতে পারেন। নিহত কোহিনুরের বাবা-মা ঢাকাতে থাকেন। এবং কোহিনুর তার নানির বাড়ি ছেঁউড়িয়া মোল্লাপাড়াতে থাকতেন। সে ১৫-২০ দিন আগে নানির বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যায়। এক মাসের একটি পুত্র সন্তান রয়েছে তার।
কুৃমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায়। লাশের অবস্থা দেখে ১-২ দিন আগে মারা গেছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলে লাশের পাশে ড্যান্ডি জাতীয় আঠা পড়ে থাকতে দেখে ধারনা করা হচ্ছে নেশাজাতীয় দ্রব্য সেবনের কারণে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
Leave a Reply