বিনোদন ডেস্ক: মডেলিং ও মিউজিক ভিডিও প্রডিউসার মোঃ আলিফের নতুন গান রিলিজ হচ্ছে আজ৷ ডাক দিয়াছে দয়াল আমারে গানটি নতুনভাবে আসছে দর্শকদের মাঝে। গানটিতে জুটি বেঁধে মডেলিং করেছেন মোঃ আলিফ ও মিষ্টি জান্নাত। মানিকগঞ্জের মডেলিং ও মিউজিক ভিডিও প্রডিউসার মোঃ আলিফ দর্শকদের মনের মাঝে জায়গা করে নিয়ে চলেছেন৷ একের পর এক গানের মিউজিক ভিডিও বানিয়ে চলেছে ৯ বছর ধরে ৷তারই ধারাবাহিকতায় এবার পহেলা ফাল্গুনও বিশ্ব ভালোবাসা দিবসে থাকছে তার নতুন মিউজিক ভিডিও গান৷দর্শকদের মাঝে বিনোদন ও মনকাড়া সব মিউজিক ভিডিও বানিয়ে সুনাম ছড়িয়ে চলছে এই প্রতিভাবান মডেলিং ও মিউজিক ভিডিও প্রডিউসার৷ তিনি বলেন বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের আমার মিউজিক ভিডিওটি দর্শকদের মনে জায়গা পাবে বলে আমি আশা রাখি৷ দর্শকদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে আমি বিগত ৯ বছর কাজ করে চলছি৷ দর্শকদের মাঝে বিনোদন দেওয়ার মাধ্যমে তাদের মনে জায়গা করে নিতে চাই৷দর্শকদের ভালোবাসা নিয়ে আমি আগামিতে অনেক দুর এগিয়ে যেতে চাই৷ডাক দিয়াছে দয়াল আমারে গানটির মিউজিক ভিডিওটি আশা করি দর্শকদের মনে জায়গা পাবে, এবং তাদের ভালোবাসায় আমি অনেক দুর যেতে পারবো৷ তাই দর্শকরা এই মিউজিক ভিডিও গানটি সকলে দেখবেন ও পাশে থেকে দোয়া করবে সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি৷
Leave a Reply