এনামুল হক ইমন কুমারখালী প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের আয়োজনে কাঙাল হরিনাথ মিউজিয়ামে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর ম্যানেজার সৈয়দ এহেসানুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাঙাল হরিনাথ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এশিয়ায় টিভির কুমারখালী প্রতিনিধি সাংবাদিক কে এম আর শাহীন, কুমারখালী পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এস এম রফিক, বিশিষ্ট ছড়াকার সোহেল আমিন বাবু , তাঁত বোর্ডের ডিপুটি জেনারেল ম্যানেজার মেহেদী হাসান, কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগ প্রধান জিল্লুর রহমান মধু, প্রভাষক অনিরুদ্দিন, প্রভাষক আব্বাস আলী, কাঙাল সংগীতজ্ঞ মজিবুর রহমান প্রমুখ। উল্লেখ্য আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply