মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : ২০১৩ সালে সাতক্ষীরার দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও তুজুলপুর কৃষক ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা চেষ্টা মামলার দ্রুত বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় সদর উপজেলার তুজুলপুর কৃষক ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত ঐ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস।
তুজলপুর কৃষক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ঐ প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আর টিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক আজকের সাতক্ষীরার সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সীমান্ত প্রেসক্লাবের সহ সভাপতি ও জয়যাত্রা টিভির সাংবাদিক ফারুক রাজ, এশিয়ান টিভির কলারোয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম লিটন, সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) র সাতক্ষীরা জেলা সমন্বয়কারী ও দৈনিক কাফেলার সাংবাদিক শফিকুর রহমান, এসএম টিভি ও দৈনিক প্রতিজ্ঞা পত্রিকা সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোঃ শাহিনুর রহমান শাহিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন এশিয়ান টিভি কলারোয়া উপজেলা, নিউজ টেন এর সাংবাদিক জাকির হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবু মোত্তালিব সহ জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা ২০১৩ সালে তৎকালীন জামায়াত- শিবিরের নৃশংস নাশকতার শিকার সাংবাদিক ইয়ারব হোসেন হত্যা প্রচেষ্টা মামলার দ্রুত বিচার নিশ্চিতের জোর দাবি জানান।
Leave a Reply