অনলাইন ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়াতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসাবে ভূমিহীনদের মাঝে খাস জমিতে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(০১’ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর চৌরাস্তা মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বদিউজ্জামান । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে খাটাক পাড়া মোড় নামক স্থানে ভূমিহীন হতদরিদ্র আব্বাস আলী ফকিরকে দেয়া জমিতে গৃহ নির্মান কাজের উদ্বোধন করা হয় । সেখানে ৮টি ঘর নির্মাণ করা হবে । এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা , সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান ,সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম প্রমুখ। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা বলেন, উপজেলায় ১ম পর্যায়ে ৩০টি ঘর নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু হয়েছে ২য় পর্যায়ে আরও ৭০টি ঘর নির্মাণের বরাদ্দ রয়েছে । অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ বদিউজ্জামান বলেন ,মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার উপহার হিসাবে প্রতি ভূমিহীনকে ২ শতক খাস জমিসহ ১লক্ষ ৭৫ হাজার টাকা টাকা ব্যয়ে ঘর নির্মাণ করা হবে । এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষ্যে পৃথক অনুষ্ঠানে ৪০০ শত অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও করোনা সুরক্ষা সামগ্রী সামগ্রী বিতরণ করা হয়েছে ।
Leave a Reply