আশিক হাসানঃ আমরা সাধারনত আটটি ব্লাড গ্রুপ সম্পর্কে জানি। ও পজিটিভ, ও নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এ পজিটিভ, এ নেগেটিভ, এবি পজিটিভ, এবি নেগেটিভ। এর মধ্যে নেগেটিভ ব্লাড গুলোকে আমরা দূর্লভ বলেই জানি।
কিন্তু এগুলোর থেকেও দূর্লভ ব্লাড গ্রুপ আছে, যার কথা আমরা জানিনা অধিকাংশ মানুষই। সম্প্রতি ঢাকা মেডিকেল এ এক তিন বছরের শিশুর এরকমই দূর্লভ ব্লাড গ্রুপ পাওয়া যায়। রক্তের গ্রুপ HH+(ve) বা বোম্বে ব্লাড। অনেক খোঁজাখুজির পর নরসিংদী থেকে একজন রক্তদাতা এসে শিশুকে রক্তদান করে। এখন পর্যন্ত এই গ্রুপের মাত্র তিনজনকে বাংলাদেশে পাওয়া গেছে।
বোম্বে ব্লাড গ্রুপের রক্তবহনকারী পুরো পৃথিবীতে আছে মাত্র ২৮ হাজার জন। এর থেকেও দূর্লভ ব্লাড আছে পৃথিবীতে গোল্ডেন ব্লাড, ইনরাসহ ইত্যাদি। এখন পর্যন্ত পৃথিবীতে ৩৬ রকমের ব্লাড গ্রুপ আবিষ্কৃত হয়েছে।
Leave a Reply