ভুক্তভোগী পরিবারের আইয়ুব আলী জানান গত ২৫ জানুয়ারী বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম ওরফে সবুরের লাশ সরিষা ক্ষেত থেকে পাওয়া যায়। এঘটনায় মৃত সবুরের বড় ছেলে মাসুদ রানা বাদী হয়ে মামলা করেন। মামলার পর থেকে সবুরের ছেলে পিয়াস, জাহিদের সাহেদ,জুলহাসের ছেলে আলহাজ্ব,আইনুদ্দিনের ছেলে ইউনুস, রুস্তমের ছেলে মামুন, আতিয়ার, জহুরুল ও মনিরুল সহ বেশ কয়েকজন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছেন। গত দুইরাত পূর্বে প্রায় ১০ টি বাড়ির বিদ্যুৎতের মিটার ভেঙে দেয় এবং গতরাতে বসতঘরে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানান।
Leave a Reply