জাহিদুল ইসলাম /// বাকেরগঞ্জ- নলছিটি উপজেলা সীমান্তবর্তী সেওতা বাজার সংলগ্ন বিষখালী নদীর উপর ঝুকিপূর্ণ আয়রন ব্রিজটি বহুদিন ধরে মরণ ফাঁদে পরিনত হয়েছে। যেকোনো সময় ঘটে যেতে পারে মারাত্মক দূর্ঘটনা। সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় প্রায় পঁচিশ বছর পূর্বে ব্রিজ’টি নির্মান করা হয় দীর্ঘদিনের পুরাতন ব্রিজের সিমেন্ট ঢালাই পাটাতন বর্তমানে সম্পূর্ণ ভেঙে যাওয়ায় কিছুদিন আগে বাকেরগঞ্জ উপজেলা ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের অর্থায়নে ব্রিজের দুই পাশের লোহার এঙ্গেল-এর উপর নামমাত্র কাঠ দিয়ে সাময়িক ভাবে মানুষ পারাপারে ব্যবস্থা করে দেওয়া হয়। বর্তমানে তাও ভেঙ্গে যাওয়ার ফলে ঝুকিপূর্ণ অবস্থায় এলাকার মানুষের একমাত্র চলাচল মাধ্যম এই ব্রিজ’টি দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে পথচারী পারাপার হচ্ছে। ব্রিজের দুই পাসের লোহার এঙ্গেল,খুটি, হাতুলী মরিচা ধরে ব্রিজটি ব্যবহার অনুপযোগী হয়ে পরেছে স্থানীয় বাসিন্দারা জানান বাকেরগঞ্জ ও নলছিটি উপজেলা’র সংযোগ আয়রন ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার লোক যাতায়াত করে।জনগুরুত্বপূর্ণ ব্রিজ’টি বেহাল অবস্থায় পরে আছে, চরম ঝুঁকি নিয়ে ব্রিজটি পার হতে হয়।মাঝেমধ্যে দূর্ঘটনার শিকার হন অনেকেই স্থানীয়রা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুততম সময়ে মধ্যে ব্রিজ’টি নতুন করে পূর্ন নির্মানের দাবী জানান।
Leave a Reply